প্রকাশিত: Wed, Apr 5, 2023 3:24 PM
আপডেট: Mon, Jan 26, 2026 12:25 PM

জনসাধারণকে অগ্নিনির্বাপন প্রশিক্ষণ দরকার

নাদিম মাহমুদ : জাপানে থাকতে বছরে অন্তত ১ বার আমাদের অগ্নিনির্বাপন প্রশিক্ষণ নিতে হতো। কীভাবে আগুন নেভানো যন্ত্র সামগ্রী ব্যবহার করতে হয়, সংকটকালীন সময়ে এইডি (ধঁঃড়সধঃবফ বীঃবৎহধষ ফবভরনৎরষষধঃড়ৎ) ব্যবহার করা যায় সেসবের হাতে কলমে শিখানোর ব্যবস্থা করে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, অফিস আদালত থেকে শুরু করে শপিং মল পর্যন্ত কর্মরতদের এইসব দুর্যোগ ব্যবস্থাপনার প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক।

আমাদের দেশে কোথাও আগুন লাগলে উৎসুক জনতার অভাব হয় না, কেবল ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য অপেক্ষা করি। অথচ আমরা যদি নিজেরাই প্রাথমিকভাবে প্রশিক্ষণ প্রাপ্ত হতাম, তাহলে ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হতো। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের দেশেও এই ধরনের কোর্স শিক্ষালয় ও কর্মক্ষেত্রে চালু করা উচিত। আগুন নেভানোর কৌশল থেকে শুরু করে জরুরি দুর্যোগকালীন সময়ে সবাই যেন নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে মোকাবেলা করতে পারি। সরকার বিষয়টি ভেবে দেখতে পারে। ফেসবুক থেকে